ওবায়দুর রহমান, ভাঙ্গা-ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের, ভাঙ্গা উপজেলায় কোর্টের আদেশ অমান্য করে মোসলেম মোল্লার বিরুদ্ধে
আদালতের নির্দেশ উপেক্ষা করে ঘরনির্মাণেরঅভিযোগ পাওয়া গেছে।১৬ নং ছলিলদিয়া মৌজার এলাকার বসত বাড়িতে মোট ৪২ শতংশ জায়গার মধ্যে ১৮. ৭৫ শতাংশ জমির ওপরে আদালত প্রথমে ১৪৪ ধারা ও পরে ১৮৮ ধারা জারি করে, কিন্তুু আদালতের এ নির্দেশ মানছেন না ওই মোসলেম মোল্লার গংরা। তিনি লোকজন নিয়ে বিরোধীয় স্থানে গত ১৪ অক্টোবর ও ১৫ অক্টোবর এবং ৩১ অক্টোবর আদালতের নির্দেশনা না মেনে একটি ইটের ঘর নির্মাণের জন্য কাজ করেন।
ক্ষতিগ্রস্ত দেলোয়ার মোল্লা (৬০) বলেন, আমার সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির জায়গা জমি নিয়ে বিরত চলে আসছে,মাসখানেক আগে আমি ফরিদপুর কোর্টে একটি ১৪৪/ ১৪৫ ধারা জারি করি। ফরিদপুর কোর্টের ফৌ: কা: বি: আইনের ১৪৪/১৪৫ধারা এবং দন্ডবিধি ১৮৮ ধারার অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল হেলাল উদ্দিন ভুইয়া নিকট অভিযোগ দায়ের করি এরপর ও থানার নিষেধ অমান্য করে, ঐ জায়গায় ইট দিয়ে ঘরের কাজ করেন মোসলেম মোল্লার গংরা।ভাঙ্গা থানার সহকারী সাব ইন্সপেক্টর জাকির হোসেন বলেন ১৮৮ধারা কোর্টের আইন অমান্য করে কোন ভাবেই কাজ করার কথা না। আমি ৩১অক্টোবর, সোমবার বিকেল ৪ টার সময়
সরেজমিনে গিয়ে ঘর নির্মাণকাজ করছে দেখতে পাই আমার ঘটনা স্হালে যেতে না যেতেই পালিয়ে যায় নির্মাণ শ্রমিকরা। দ্বিতীয় পক্ষকে ডেকে বলিয়া আসি কোটের স্মরণাপন্ন হতে, তানাহলে কোর্ট অপমান কারিকে আইনের আওতায় আনা হবে।পরে পুলিশ আসার পর আবার ও ঘরের কাজ সুরু করেন।ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কোনো কিছু করা হলে আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।