ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মান দেই, ইজ্জত পাওয়ার ব্যক্তিকে ইজ্জত দেই, সে জন্যই বঙ্গবন্ধুর বাল্যবন্ধু ডিঙ্গি নৌকায় এক সঙ্গে যার ছবিও রয়েছে সেই সম্মানিত ব্যক্তি এ আর ভুইয়ার নামে সেতুর নাম
করন করে সম্মানিত করেছি। এভাবেই সকল আ’লীগ নেতার নামে সেতু ও রাস্তার নাম করন করে সম্মান দেখাব। ইতিমধ্যে বীরমুক্তি যোদ্ধা হায়দার আলী মোল্লার নামে চৌকিঘাটা সেতু, প্রয়াত উপজেলা আ’লীগের সভাপতি ডাঃ শওকত আলী ফকিরের নামে কলেজ পাড়ের সেতু,
নিবেদিত প্রাণ ডাক্তার কাজী আবু ইউছুফের নামে স্টেডিয়াম এর নাম করন করেছি। তিনি বাবনাতলা হাট ও গঙ্গাধরদী গ্রামে কুমার নদের উপর সেতু উদ্বোধন শেষে শুক্রবার সন্ধ্যায় গঙ্গাধরদী সরঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন,ঝড় বৃষ্টি ভিজে দিনরাত পরিশ্রম করে জীবন যৌবন শেষ করে বিশাল এলাকা তিনটি উপজেলার(ভাঙ্গা-সদরপুর-চরভদ্রসন) জনগণের জন্য দিয়েছি। নয়টি বছর বউ ছেলে মেয়ে বৃদ্ধা মাকে রেখে ২৪টি ঘন্টা পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছি। আমাদেরও তো
একটা খিদা আছে আমারও একটা চাহিদা আছে, আমি আমার ঈমানি দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস ছিল জেলা পরিষদের বিজয় হবো হয়েছি। তিনি আ’লীগের প্রসেডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে বলেন,তিন উপজেলায় বারবার খেলছি, জেলায়ও খেলছি, কাজী জাফর উল্লাহ সাহেব আরেকটু খোঁচায়েন ইনশাল্লাহ দক্ষিণ বঙ্গেও খেলব।
তিনি ভাঙ্গার জনগণের উদ্দেশ্য করে বলেন, ভাঙ্গার মানুষকে আমি ভালোবাসি, ভাঙ্গার মানুষও আমাকে ভালবাসে। আগামী নির্বাচনে নেত্রী আমাকে নৌকা দিবে। আর যদি নেত্রী আমাকে নৌকা না দেন তাহলে আপনারা যা চাইবেন আমি তাই করবো। আপনারা যদি ইলেকশন করতে বলেন আমি ইলেকশন করব।
এসময় উপস্থিত হাজার হাজার জনগণ এমপিকে হাত উঁচু করে সমর্থন জানান। জনসভাকে ঘিরে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সভাস্থলে ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে হাজার হাজার সমর্থক মিছিল সহকারে নেতাকর্মীরা যোগ দেন। প্রথমে তিনি বিকেল চারটায় এ আর ভূইয়া সেতুর উদ্বোধন করেন।
ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়াম্যান মোঃ কাউসার, মোঃ মজিবুর রহমান হাবিব অতিরিক্ত সচিব
(অবঃ), ভাঙ্গা পৌরসভার মেয়র এ এফ এমডি রেজা,জামাল আঃ বারি ভুইয়া টিপু, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুনসুর আহম্মদ মুন্সী, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, ভাঙ্গা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোবাহান মুন্সী,মতিয়ার মাতুব্বর, আওয়ামীলীগ নেতা দানবীর
আসাদুজ্জামান চন্দন , আশিকুজ্জামান কিরণ সহ আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মি বৃন্দ সহ স্হানীয় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা।