কুয়াকাটা প্রতিনিধি:
পাঠক প্রিয় দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার দুই যুগে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে কুয়াকাটা প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭.০০ টায় আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
স্বজন সমাবেশ কুয়াকাটা শাখার সভাপতি জুয়েল ফরাজীর সভাপতিত্বে সাংবাদিক কাজী সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র সহকারী অধ্যাপক পঙ্কজ কর্মকার ।
বিশেষ অতিথি ছিলেন যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিরন, যুগ্ন সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম বেলাল, প্রচার ও প্রকাশক সম্পাদক সাইদুর রহমান সাঈদ ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এখন টিভির কলাপাড়া উপজেলা প্রতিনিধি জসিম পারভেজ, জাগো নিউজ উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব । তিনি তার বক্তব্যের শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা দেশের বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আমাদের প্রিয় অভিভাবক প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বেঁচে নেই; কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে আমাদের তথা দেশবাসীর মাঝে বেঁচে রয়েছেন। তার মতো একজন সুদক্ষ অভিভাবকের কারণে আজ যুগান্তর সবার কাছে সমাদৃত।
আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।