ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার)ঃ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মীরাকান্দা গ্রামের ফারুক মীর মাছ কিনতে পুকুরিয়া বাসস্ট্যান্ড বাজারে আসে,এ সময় এক জেলের মাছ পছন্দ হলে ফারুক মীর ঐ মাছের দাম করে। সেখানে দাড়িয়ে থাকা পুকুরিয়া গ্রামের করিম মাতুব্বর বলে আমি মাছের দাম বলছি।
এই সংবাদ পেয়ে পুকুরিয়া, নাজিরপুর ও মীরাকান্দা গ্রামের লোকজন ২ ভাগে ভাগ হয়ে দেশীয় অস্ত্র ঢাল,সড়কি,রানদা,টেট্টা নিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২৫ জন মত আহত হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, আজ সকালে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই । কোন পক্ষেই এখনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছ।