ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তারা ক্রীড়ায় মনোযোগী হতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুব্যবস্থা রাখতে হবে। শারীরিক চর্চায় শরীর-মন ভালো থাকে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এসব কথা বলেন। রোববার দুপুরে ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা এ,এস একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব বলেন। শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ সংকট, বসার জায়গা হচ্ছে না। তাই বিদ্যালয়ের জন্য চতুর্থ তলা একটি ভবন দ্রুত নির্মাণ করার ঘোষণা ও দেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয় এর সভাপতি মোঃ মিলন আহমেদ
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন, শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন,ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সোবাহান মুন্সী,
উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী বেগম, মানিকদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ বাচ্চু, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্হিত ছিলেন।