মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশের মধ্যদিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে শালবন কোটবাড়ী নীলকুঞ্জে দিনব্যাপী
বনভোজন, আলোচনা সভা, কেক কাটা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র এর মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
সকল সাংবাদিকদের আস্থা ” জাতীয় সাংবাদিক সংস্থা” ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪২ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে,
মর্যাদা সংরক্ষণ ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও পাঠাগার সম্পাদক ও কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খানের সভাপতিত্বে গত ১২ ফেব্রুয়ারি, রবিবার সকাল
থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দ আড্ডা ও ভিন্ন আমেজে অতিবাহিত করে কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার সাংবাদিক বৃন্দরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আলমগীর গনি।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মাহমুদ মোস্তফা ও কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কুমিল্লা প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ওমর ফারুকী তাপস,মোঃ বাবর হোসেন।
মোঃ জয়নাল আবেদীন জয় এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,আব্দুল আউয়াল সরকার, জুয়েল রানা মজুমদার, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুণ, মোঃ
মনোয়ার হোসেন, মোঃ কামরুজ্জামান, কলামিস্ট জাহাঙ্গীর আলম জাবির ,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের আশিক, ,সৌরভ মোঃ হারুন, মিসেস পাপিয়া সরকার, মোঃ শরিফুল ইসলাম সুমন, কাজী রাশেদুল ইসলাম।
, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি গাজী
মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মুরাদনগর কমিটির সভাপতি এম কে আই জাবেদ, চান্দিনা কমিটির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, লালমাই কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,দেবিদ্বার কমিটির সভাপতি ময়নাল
হোসেন, চৌদ্দগ্রাম কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান,সহ-সভাপতি মোঃআব্দুল মমিন ভূঁইয়া মিরু,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ফারুক ভূঁইয়া,সহ সাধারণ সম্পাদক এম এ আলম,সাংগঠনিক সম্পাদক মোঃখোরশেদ
আলম,প্রচার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান,উপদেষ্টা সদস্য মাহাবুব মিয়াজী,উপদেষ্টা সদস্য আবুল কালাম মজুমদার,উপদেষ্টা সদস্য মোঃশহীদুল্লাহ মজুমদার মিলন,উপজেলা সদস্য কামাল হোসেন প্রমুখ
সহ জেলার প্রত্যেক উপজেলার জাতীয়
সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ ম, ২য় ও ৩ য় স্থান অর্জন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি
বলেন কুমিল্লা জেলার উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সাংবাদিকদের একসঙ্গে কাজ করা প্রয়োজন। তিনি আরো বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।