মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে লক্ষাধিক টাকা মূল্যের ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামে সরেজমিন পরিদর্শন করে এ তথ্য জানা গেছে। থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চৌদ্দগ্রাম থানায় ভুক্তভোগী বেলাল হোসেনের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে হুমায়ন কবির রাজিব, আলমগীর হোসেন ও সাইফুল ইসলাম সানির সাথে বিরোধ চলছিল। এনিয়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠক হলেও শালিশের রায় অমান্য করে তারা বেলাল
হোসেনের উপর নির্যাতন করে। এসব ঘটনায় আদালতে উভয় পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাত আনুমানিক ১০টা থেকে বুধবার ভোর ৫টার মধ্যে যে কোন সময়
তারা বেলাল হোসেনের গাছ বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলে দেয়। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগে ব্যাপারে হুমায়ন কবির রাজিব বলেন, ‘আমি এখন শ^শুড় বাড়িতে আছি। গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমাদের পরিবারের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। ওই মামলাকে
ভিন্নখাতে নিতে বেলাল হোসেন পাঁয়তারা করছে’।
চৌদ্দগ্রাম থানার এএসআই শামিম আল মামুন বলেন,আমি ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।