রিপন মারমা, রাঙ্গামাটি:
প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পেল
বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবল দলের গোল রক্ষক অতন্দ্র প্রহরী রূপনা চাকমা পরিবার ।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রূপনার মায়ের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। বাড়ি
পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রূপনার মা কালাসোনা চাকমা। চাবি হাতে পেয়ে রূপনার মা দরজা খুলে ঘরে প্রবেশ করেন। এরপর ঘুরে ঘুরে দেখেন প্রতিটি কক্ষ।
জানা যায়, রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়াদাম গ্রামে ছিল তার কুঁড়েঘর। সাফ বিজয়ের পর রূপনার জরাজীর্ণ ঘরের ছবি প্রকাশ হলে প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয় নতুন ঘর নির্মাণ।রূপনার মা কালাসোনা চাকমা গণমাধ্যম’কে বলেন,
‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে দেওয়া সেমিপাকা ঘরটিতে ৩টি বেডরুম, ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেন ও ওয়াশরুম আছে। ঘরে চাবি হস্তান্তর করা সময় আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা
সাদিয়া নূরীয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।