আহসান হাবিব,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি, :
তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা করে ১৮ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বেলা ১১টায় জেলার তেঁতুলিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে
বিজিবি এ মতবিনিময় সভার আয়োজন করে। এ সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক।
অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক বক্তব্যে বলেন, আপনারা সীমান্তে বসবাস করছেন। সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তিশৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য
আপনাদের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমাদের থেকে আপনাদের বেশি দায়িত্ব-কর্তব্য বেশি রয়েছে। কারণ আপনারা এখানে যুগের পর যুগ বসবাস করে আসছেন। আপনাদের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন।
আমাদের পাশেই প্রতিবেশি দেশ ভারত। সীমান্তে তাদেরও সীমান্তরক্ষীবাহিনি বিএসএফের কর্তৃপক্ষ রয়েছে। সিকিউরিটি ফোর্স আছে। তাদের সাথে আপনাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাত হয়। সীমান্ত প্রবাহিত যে মহানন্দা নদী রয়েছে। সে নদীতে যারা
পাথর তুলে জীবিকা নির্বাহ করছেন। মূলত আমরা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা যতটুকু কাজ করে থাকি, তা আপনাদের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা কাজে যারা জড়িত তাদেরকে আপনাদেরই একটা অংশ মনে করতে হবে।
বিশেষত সীমান্ত বসবাসকারী হিসেবে আপনাদেরকে সহনশীল হতে হবে। ওপারে সীমান্তরক্ষী বাহিনীর সাথে কোন প্রকার খারাপ আচরণ করা যাবে না। নদীর জিরোলাইনের অতিক্রম করা যাবে না। নিজেদের ভূখন্ডে থেকে সীমান্তশৃঙ্খলা মেনে চলতে
হবে। তিনি সীমান্ত এলাকায় সীমান্ত এলাকায় বসবাস, নদীতে পাথর উত্তোলন, পাচার রোধে সচেতনতা ও দায়িত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল মান্নান, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর, বিজিবির সিও’র গোয়েন্দা দুলাল, তেঁতুলিয়ার সদর ইউপি সদস্য শাহজাহান, আব্দুল হাকিম, আব্বাস
আলী, জার্নালিস্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জুলহাস উদ্দিন, পাথর ব্যবসায়ীসহ মহানন্দা নদীর শতাধিক পাথর শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।