পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনার বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০টায় তিনদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়েছে।বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভপতি মো. আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য গাজী মিজান, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়,
বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।তিন দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধনে কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীতের সূরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও ক্রীড়া মশাল প্রদক্ষিণ করা হয়।
প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি বলেন, সুস্থদেহ, সুস্থমন ও সুঠম দেহ গঠনে ক্রীড়ার বিকল্প নাই। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়ার মান উন্নয়নে নজর দেয়ার আহবান জানান।