রাজশাহীর বাঘায় দাদপুর গড়গড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ
একুশে ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার প্রত্যুষে রাজশাহীর বাঘায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। পর্যায়ক্রমে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল গনি মহাবিদ্যালয়
ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম (রবি )চেয়ারম্যান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন, তারি ধারাবাহিকতায় কৃষক লীগ যুবলীগ ছাত্রলীগ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন পরবর্তীতে আব্দুল গনি কলেজ উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা বালিকা বিদ্যালয় মাদ্রাসা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,ভাষা শহীদদের স্বরনে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পতাকা উত্তোলন,ও পতাকা অর্ধনমিত রাখা হয় এবং অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিয়নের চারঘাট বাঘার উন্নয়নের রূপকার আলহাজ্ব শাহরিয়ার আলম ,এমপি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর
উন্নয়নের ধারার গতি কে সমন্বিত রাখার উদ্যোগ হিসাবে অত্র ইউনিয়নের একটি লাইব্রেরী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পর রাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের মনোনীত নেতৃত্ব অত্র ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল গনি কলেজ ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম চেয়ারম্যান
অত্র ইউনিয়ন লাইব্রেরীতে শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে নেতৃত্ব দানকারী মহোদয় বৃন্দ বলেন এই লাইব্রেরীর মাধ্যমে অত্র এলাকার ছাত্রছাত্রী সহ সকল ধরনের মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে পরিশেষে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি করা হয় ।