জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যশোর অভিমুখে খামারমুন্দিয়া রেলগেট থেকে ৪০ গজ সামনে খামারমুন্দিয়ার
মধ্যপাড়ার পশ্চিমপাশে গাজিবাড়িসংলগ্ন শরিফুল ইসলামের ৭ শতাংশ জমি ঘেষে রয়েছে রেলওয়ের জমি ও রেললাইন।শরিফুল ইসলাম তার জমির সীমানা দিয়ে আনুমানিক ১২ বছর আগে ১১ টি মেহেগুনী গাছ লাগান।আনুমানিক এক বছর আগে সেখানে থাকা সবচেয়ে বড় মেহেগুনী গাছটি বিক্রি করেন।এ খবর মোবারকগঞ্জ রেলওয়ের উর্ধতন উপসহকারী প্রকৌশলী/পথ সুমন কুমার বসু জানতে পেরে দুইজন স্টাফ পাঠিয়ে ঐদিনই গাছ জব্দ করে রেল স্টেশনে এনে নিজ অফিসের প্রাচীর ঘেষে ফেলে রাখেন।পরের দিন সুমন কুমার বসু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জমি ও গাছ মালিকের ছেলে রাশেদুজ্জামানের(৩৫) সাথে কথা বলেন।এর কিছুদিন পরেই সুবিধামত সময়ে স্টেশনে ফেলে রাখা ঐ গাছ সুগার মিল রোডের রবির কাঠ গোড়ায় কাঠব্যাবসায়ী শীতল বাবুর কাছে গোপনে তিনি লোকমারফত বিক্রি করে দেন বলে জানা যায়। বিক্রিত গাছ পি ডাব্লু অফিসের পাশ থেকে দিনে দুপুরে কাঠগোলায় নিয়ে যাওয়া হয়।এরপর তিনি দীর্ঘ দিনের জন্য চট্টগ্রামে ট্রেনিং এ চলে যান। মোবারকগঞ্জ রেলওয়ের চৌকিদার জিহাদ ও রমজানের সাথে কথা বলে জানা যায়, গাছের ব্যাপার টা তারা জানত এবং দেখেছে।কিন্তু গাছ কবে, কখন, কিভাবে প্রাচীরের পাশ থেকে উধাও হয়ে গেলো তা তারা দেখেনি জানেও না । গাছ মালিক শরিফুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান জানান,গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি।আমার জানা মতে এই গাছ আমার জমির মধ্যেই পড়বে ।গাছ বিক্রির পর কাটা হলে রেলওয়ের লোক রেলওয়ের গাছ বলে নিয়ে যান।পরে সুমন কুমার বসু আমাকে এসে বলেন,অসুবিধা নেই গাছ আমার অফিসে আছে।জমি মাপ যোগ করে আমার স্যারেরা সিদ্ধান্ত জানাবেন।তখন গাছ আপনি পেলে আপনাকে ফেরত দেওয়া হবে।এতদিন হয়ে গেলো উনি আমাকে কিছুই জানায়নি। শুনেছি গাছ নাকি উনি বেচে দিয়েছেন।তাই যদি হয় তাহলে আমি উনার নামে আইনগত ব্যাবস্থা নিব।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে মোবারকগঞ্জের উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী / পথ সুমন কুমার বসু গাছটি লোক মারফত খামারমুন্দিয়া থেকে উঠিয়ে এনে তার অফিসের পাশে রাখার কথা স্বীকার করলেও বিক্রির কথা অস্বীকার করেন। ট্রেনিং এ থাকার কারণে এব্যাপারে তিনি আর কিছুই জানেন না বলে জানান।
বাংলাদেশ রেলওয়ের ডিএন-১(পাকশি) নাজিম কায়সার জানান,আপনার মধ্যমে জানলাম।তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।