জাহাঙ্গীর আলম, নেত্রকোণা:
মাহবুবুল ইসলাম পরশের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকায় মাহবুবুর রহমান হিমেল ও সাজ্জাদ হোসেন এবং শেখ সাহেদ আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাহবুবুর রহমান হিমেল লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের জানান, পরশ দুলাল জর্দা কোম্পানিতে ম্যানেজার পদে চাকুরী করে খুব অল্প সময়ে শত কোটি টাকার মালিক হয়ে গেছে।
সে নেত্রকোণা শহরে তার পরিবারের সদস্যদের নামে একাধিক জায়গা সম্পত্তি রয়েছে। এছাড়াও নেত্রকোণার বাহিরে ঢাকা ও অন্য জেলা শহরেও নামে বেনামে ল্যান্ড প্রপার্টি রয়েছে তার।
পরশের অঢেল দৃশ্যমান অবৈধ সম্পদের উৎস জানতে এবং সরকারের রাজস্ব দেওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়ার জন্য আমিসহ তিনজন মিলে জেলা প্রশাসক বরাবর এবং বিভিন্ন সরকারি অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।
মাহবুবুল ইসলাম পরশের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য তার স্ত্রীর বড় ভাই গ্যালমান মাসুদ আমিসহ তিনজন অভিযোগকারীকে মোবাইলে প্রান নাশের হুমকি-ধমকি ও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। বর্তমানে আমরা তিনজন তাদের ভয়ে দিন যাপন করছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরশের অবৈধভাবে গড়া সম্পত্তির হিসার ও আমাদের জীবনের নিরাপত্তার জন্য সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।