মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরে মাটি কাটার অপরাধে দুইটি স্ক্যাভেটর ও একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
(২৬ ফেব্রুয়ারী) রাত ৯ টা থেকে ১১ টা পযন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলার শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা হইতে মাটি ভর্তি একটি ডাম্পার ও পুইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ এলাকা হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইটি স্ক্যাভেটর
জব্দ করে স্থানীয় ইউপি শওকত ওসমানের জিম্মায় দেওয়া হয়।
এবিষয়ে খোন্দকার মাহমুদুল হাসান বলেন,কিছু অসাধু ভূমিদস্যু চক্র সন্ধ্যা হলেই অবৈধভাবে জমির মাটি ও নদীর বালি উত্তোলন করে।
ইতোমধ্যে এদের বিরোদ্ধে আমাদের বেশকিছু অভিযান পরিচালিত হয়েছে।জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।