বেনাপোল অফিস :
শার্শা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি খাতে বরাদ্দকৃত অর্থের চেক ও বাইসাইকেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ প্রদান করা হলো।
অনুষ্ঠানে তিন ক্যাটাগরীতে ১শ ৪০ জন শিক্ষার্থীকে চেক ও ১০ জনকে বাইসাইকেল প্রদান করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।