যশোর প্রতিনিধিঃ
যশোরে দুই বাংলার ভারত-বাংলাদেশর যৌথ উদ্যোগে লঞ্চ প্রডাক্ট এন্ড চ্যানেল পার্টনার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শিল্প উন্নয়নে সমৃদ্ধ হলে, স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন বহুলাংশে বাস্তবায়ন সম্ভব হবে, এই শ্লোগানকে সামনে রেখে গত শুক্রবার (৩ মার্চ ) বিকালে সালিমা মেসিনারিজ যশোরের উদ্যোগে শেখ হাসিনা সফ্টওয়ার টেকনোলজি পার্ক
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল লঞ্চ প্রডাক্ট এন্ড চ্যানেল পার্টনার প্রোগ্রাম শীর্ষক অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শপ ওনারস এন্ড বিজনেসম্যান সোসাইটি এর যশোর জেলার আহ¦বায়ক রোটারিয়ান ডা.এস.এম.আব্দুল্লাহর সভাপতিত্বে, ভারত ও বাংলাদেশ দুদেশের জাতীয়
সঙ্গীতের সুরের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সালিমা মেসিনারিজের ম্যানেজিং ডাইরেকটর রোটারিয়ান সিরাজুল ইসলাম এবং ভারতের এএফটি অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেকটর মহিত ভেলেচা দুই দেশের বন্ধুত্বপূর্ণ পরিবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে
আগত প্রায় তিনশতাধিক স্বনামধন্য ব্যবসায়ী ও আমন্ত্রীত অতিথিদের উপস্থিতিতে কেপকো ব্রেক প্রডাক্টটি লাঞ্চ করেন। অনুষ্ঠানে সালিমার মেসিনারিজের ম্যানেজিক ডাইরেক্টর রোটারীয়ান সিরাজুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, দেশ তথা জাতীর উন্নয়নে ও সেবায় মানসম্মত উন্নত
প্রডাক্ট আমদানী করেছি এবং করবো। তিনি পড়ে যাওয়া প্রকৃত ব্যবসায়ীদেরকে পূনরায় ঘুরে দাঁড়াবার সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন, সকলের উদ্দেশ্যে বলেন আমদানী রপ্তানিতে সালিমা মেসিনারিজের দেশব্যাপী আজকের এই সফলতা মূলত সালিমা
মেসিনারিজের সাথে যুক্ত সকল ব্যবসায়ীদেরই অবদান। অদূর ভবিষ্যতে সালিমা মেসিনারিজ ও এএফটি অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ চ্যানেল পার্টনার মালিকানার মাধ্যমে বাংলাদেশে কমখরচে পন্য উতপাদনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে এএফটি অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং
ডাইরেকটর মহিত ভেলেচা সালিমা মেসিনারিজ তথা বাংলাদেশকে সর্বাত্মক সহযোগীতার প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানলায়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান। ইসলামী
বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.সৈয়দ মাকসুদুর রহমান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব বিজনেস স্টাডিসের সন্মানিত ডিন ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আজিজুল ইসলাম, মোহাম্মদ রেজাউল ইসলাম রিজু, গোলাম ফারুখ লিটন, শাহিনুর হোসেন ঠান্ডুসহ প্রমুখ