তাজিমুল ইসলাম সোহেল ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাঠ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে টিপনা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত
হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, কৃষি
সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবল হোসেন, শেখ মঞ্জুর রহমান, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুল আজিজ, রুহুল আমীন, ইসহাক আলী শেখ, দেদারুল আলম মাঠ দিবসে মোট ৫০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।