Anti-dumping, Countervailing and Safeguard Measures” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আলী আহসান রবি
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ :
আজ সোমবার সকালে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “Seminar on Anti-dumping, Countervailing and Safeguard Measures” শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশনেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, বাণিজ্য প্রতিবিধান বিষয়ক শুল্কসমূহ আরোপের বিষয়ে সরকারকে যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সরকার কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। অসাধু বাণিজ্য হতে দেশীয় শিল্পের সুরক্ষার স্বার্থে ডাম্পিং, এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড মেজার্স খুবই গুরুত্বপূর্ণ। তাই, ব্যবসায়ী, উদ্যোক্তা, রপ্তানিকারক, আমদানিকারকসহ সকল পক্ষকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি আবশ্যক। এ বিষয়ে উপদেষ্টা ব্যবসায়ীদের ট্যারিফ সংক্রান্ত যে কোন সমস্যা সৃষ্টি হলে ট্যারিফ কমিশনের সহায়তা নেয়ার জন্যে পরামর্শ দেন। একইসাথে বিদেশী পণ্যের আমদানিতে যে কোন অসাধুতা প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এগিয়ে আসার আহবান জানান।
সেমিনারে আলোচকগণ ডাম্পিং, এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড শুল্ক বিষয়ে সম্যক ধারণা তুলে ধরেন এবং বলেন WTO এর সংশ্লিষ্ট চুক্তির সাথে সংগতি রেখে পূর্বে কাস্টমস আইন, ১৯৬৯ এর আওতায় এবং বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২০ এর আওতায় এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং, সেইফগার্ড ও এন্টি-সারকামভেনশন শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে এবং এ সকল বিষয়ে তদন্ত পরিচালনাপূর্বক দেশীয় শিল্পের অবস্থা পর্যালোচনা করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং এসএইচএসএস ডিন ড. মোঃ রিজওয়ানুল ইসলাম।আলোচক হিসেবে এফবিসিসিআই এর প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান সেমিনারে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্র্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এবং বিজিএমইএ’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।