মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্বপ্নীল সুপার মার্কেট ও গুনাগরীস্থ একটি মার্কেটসহ দুইটি মার্কেটকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও রামদাস মুন্সি বাজারস্থ স্বপ্নীল সুপার মার্কেটে দুইটি দোকানে অবৈধ প্রসাধনী রাখার দায়ে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং একই মার্কটে অবস্থিত বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে নোংরা পরিবেশ চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ায় অপরাধে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অদ্য ২৭ ফেব্রুয়ারী বিকালে উপজেলার রামদাস মুন্সি বাজারস্থ স্বপ্নীল সুপার মার্কেট ও গুনাগরীস্থ একটি মার্কেটে বাঁশখালী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট খোন্দকার মাহমুদুল হাসান জানান,এই প্রতিষ্ঠান গুলো অনেক দিন থেকে পরিচালিত হচ্ছে। তারা ফায়ারের সেফটি প্ল্যানও বাস্তবায়ন করতে পারেনি।”সেখানেও অগ্নি নিরাপত্তা পরিকল্পনা ও পর্যাপ্ত নির্বাপক যন্ত্র, ভূ-গর্ভস্থ পানির ট্যাংক এবং বিকল্প বের হওয়ার পথ ছিল না। এসব কারণে জরিমানা করা হয়।
অভিযান কালে এসময় উপস্থিত ছিলেন ওয়ারহাউজ ইন্সপেক্টর, চট্টগ্রাম মোঃ রবিউল আজম,
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আজাদুল ইসলাম।