অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার, মোটরসাইকেলসহ আটক-২
আনভিল বাপ্পি ,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ২০ বোতল কোডিন মিশ্রিত তরল মাদকদ্রব্য ফেন্সিডিল পাচার কালে মোটরসাইকেল সহ ২ জন কে আটক করে থানা পুলিশ।
(৩ অক্টোবর) সন্ধ্যায় হিলি থেকে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ এলাকায় মাদকদ্রব্য ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুগডুগি হাট বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলকে পুলিশ থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশ,পরে তাদের মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচ হতে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে যাহারা আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল ইসলাম (৩২) অপর জন্য একই এলাকার জাফর আলীর ছেলে তানভীর(২৫)।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কালে গোপন সংবাদের ভিত্তিতে ডুগডুগি
হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল সহ পাচারকারীদের আটক করে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।