আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
জসিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
“সবার জন্য স্বাধীনতা সমতা ও ন্যায় বিচার” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় ৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১ টার সময় শার্শার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে বিশেষ আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শার্শা উপজেলা শাখার সভাপতি আয়ুব আলী, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা শাখার সহ-সভাপতি মশিয়ার রহমান, উপজেলা শাখার সহ-সভাপতি ইমরান হোসেন (পাওয়ার), সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন টুটুল, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখা ও শার্শা উপজেলা শাখার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে মানুষ ও পরিবেশের কল্যাণার্থে গাছের চারা রোপণ করা হয়। সেই সাথে কোমলমতি শিশু ও স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন সংশ্লিষ্টরা।