মো নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরের ইউটিউবার ও মহা ফান এবং বিজি টিভির পরিচালক মতিউর রহমান মিথুনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানী ঢাকার রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
মতিউর রহমান মিথুন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ঈশ্বর দেবত্তর (কালাইডাঙ্গা) গ্রামের রজব আলীর ছেলে।তার বিরুদ্ধে অভিযোগ- তিনি মেয়েদের প্রতি অসম্মানজনক ও যৌন উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন ভিডিও তৈরি করে অনলাইনে সম্প্রচার করেন।
ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এসব ভিডিওতে তিনি অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের ব্যবহার করেন। তাছাড়া বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করেন তিনি।