আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কামাল উদ্দীন পিপিএম
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রাম জেলায় মে,জুন মাসের আইনশৃংখলা পর্যালোচনা সভায় ৮ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মোঃ কামাল উদ্দিন পিপিএম।এছাড়া তিনি বিগত কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেন।
জেলায় গত জুন মাসে অবৈধ অস্ত্র উদ্বার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামী গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ফলপ্রসূ হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
২৩ জুলাই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে,পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বাঁশখালীতে অস্ত্র,মাদক উদ্ধার এবং দাগী আসামী গ্রেফতারে অবদান রাখায় দুই মাসের জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি হিসেবে ক্রেষ্ট তুলে দেন।ওসি কামাল উদ্দীন বাঁশখালীতে
যোগদানের পর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি’র ছয় বার স্বীকৃতি পেয়েছিলেন তিনি।পর পর তিনবার ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাস এবং ২০২২ সালের জানুয়ারী মাস। ২০২৩ সালের জানুয়ারী, এপ্রিল, মে ও জুন মাসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিসহ ৮ম বার হল। এছাড়া জেলার আরও ৪ জন দারোগা সেরা হয়েছেন।
তারা হলেন মাদক উদ্ধারের জন্য এস আই রফিকুল ইসলাম, বেশি সংখ্যক মামলা নিস্পত্তির জন্য এস আই মোহাম্মদ মাসুদ,বেশি সংখ্যক গ্রেফতারি পরোয়ানা আসামী ধরার জন্য এএসআই মোহাম্মদ খালেক, বেশি সংখ্যক সাজা প্রাপ্ত আসামী ধরার জন্য এএসআই আব্দুর রহিম।
আগের সভায় বেশি সংখ্যক মামলা নিস্পত্তির জন্য থানার সেকেন্ড অফিসার এস আই রাজীব পোদ্দার এবং বেশি সংখ্যক আসামী গ্রেফতারে অবদান রাখায় এএসআই আব্দুল খালেকও পুরস্কৃত হয়েছিলেন।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন,
বাঁশখালী থানার দলবদ্ধ পুলিশবাহিনী আন্তরিকভাবে কাজ করে বলে প্রতিমাসে ব্যাপক মাদক, অস্ত্র উদ্ধার করতে পারি। দাগী আসামীরাও গ্রেফতার হচ্ছে। নিরলস কাজ করে স্বীকৃতি পেলে কাজে দ্বিগুণ উৎসাহ জাগে। নিজের শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দেশের জন্য শ্রেষ্ঠ কিছু করতে পারাটা আমার জীবনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য ।







