জসিম উদ্দিন, (বেনাপোল) যশোর :
শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ঝুলিতে আবারও একটি পুরস্কার জমা হলো।
সোমবার শার্শায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় আবারও তিনি বিশেষ গ্রুপে নিজের অভাবনীয় সৌর শক্তির (২৪ ঘন্টা ব্যবহার, উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক সেচ যন্ত্র উদ্ভাবন করে প্রথম পুরস্কার অর্জন করেছেন।
এর আগে বহুবার উদ্ভাবক মিজান তার নিজের একাধিক উদ্ভাবিত কর্মকান্ডের জন্য পুরস্কার লাভ করেন।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ২ দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধনী মেলায় মিজানুরের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।