কক্সবাজারে প্রতিপক্ষের ঘরে আগুন দিয়ে উচ্ছেদ করার চেষ্টা
জাবের আলী, স্টাফ রিপোর্টার।
কক্সবাজার জেলার ঈদগা থানার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বসত ঘরে আগুন দিয়ে উচ্ছেদ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই এলাকার মৃত আব্দুল কাদের এর পুত্র হতদরিদ্র মোহাম্মদ নুরুল হুদা দীর্ঘদিন ধরে কক্সবাজার সিনিয়র জর্জ কোর্টে তার পৈত্রিক সম্পত্তির জন্য বিবাদী আবুল কাশেম, পিতা মৃত নজির আহম্মদ গং এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন।অপর মামলা নং – ১০২/২০১১। গত ২৬/০৮/২০১৯ইং আদালতের রায় মূলে বাদী উক্ত জায়গা প্রাপ্ত হয়ে বসদ ঘর নির্মাণ পূর্বক পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু বিবাদি পক্ষ উক্ত রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেন।
উল্লেখ্য বিবাদিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা বাদি কে বিভিন্নভাবে হুমকি এবং ভয় ভীতি প্রদর্শন করে যাচ্ছিলেন। নিরুপায় হয়ে বাদী নুরুল হুদা ঈদগাহ থানায় মোঃ সেলিম পিতা শফিউল হক এর বিরুদ্ধে একটি জিডি করেন, যাহার নং -৮০৮, তারিখ- ১০/০১/২০২৪। এই ঘটনায় বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে ২০/০১/২০২৪ ইং রাত ১১টা ১৫মিনিটের সময় ঘুমন্ত বাদীর ঘরে আগুন ধরিয়ে দেয় বলে বাদী অভিযোগ করেন। বাদীর ঘরে আগুন জ্বলতে দেখে এবং চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, তারা ঘরের আগুন নিভিয়েছেন কিন্তু কে বা কারা আগুন দিয়েছে তারা দেখতে পাননি। আগুনে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও বাদীর টিনের চাল, বেড়া এবং তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের স্কুল ড্রেস সহ বেশ কিছু কাপড়-চোপড় পুড়ে যায়।
তদন্তকারী পুলিশের সাব-ইন্সপেক্টরের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে; তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম জর্জ কোর্টের মামলাটি তিনি নিষ্পত্তি করে দেবেন বলে বাদি কে চাপ দিয়ে যাচ্ছেন। বিবাদীদের নিকট থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি এগুলো করছেন বলে অভিযোগ উঠেছে। জর্জ কোর্টের মামলা তিনি নিষ্পত্তি করতে পারেন কিনা এই বিষয়ে জানার জন্য ইউপি সদস্যের মোবাইল ফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।