আমিনুল্লাহ, উখিয়া কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প ১১-১২ থেকে টমটম(অটো) ড্রাইভারদের কাছ থেকে চাঁদাবাজি করা যেন প্রতিদিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে ।
রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ইয়াসিন ও তার সহযোগী মোহাম্মদ তোহা, এবং মোঃ রুবেল তাদের দিয়ে চাঁদাবাজি করাচ্ছে প্রতিদিন।
স্থানীয় সাইদুল হক থাংখালী ৪ নম্বর ওয়ার্ডে এদের নামে কোন সংগঠন নেই, তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে যাচ্ছে।
তাদের চাঁদাবাজিতে স্থানীয় জনসাধারণ ক্ষতির মধ্যে পড়ছে এবং এভাবে যদি তাদের চাঁদাবাজি চলতে থাকে তাহলে হয়তো একদিন রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে
বসবাসরত নিরীহ মানুষজন রোহিঙ্গাদের ক্ষতিকারক প্রভাবের ফলে বড় ধরনের ক্ষতিতে পড়বে এটাই প্রত্যাশা করছে স্থানীয় মানুষেরা।