সজীব খান, শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫ তম প্রতিষ্ঠাবাষির্কীতে শরীয়তপুরে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (০৬ মার্চ) বিকালে দেশের সবচেয়ে প্রাচীন বামপন্থী এ রাজনৈতিক দলটি জেলার শ্রমিক শ্রেণীসহ সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে শহরের পালং বাজারসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেছে।
মিছিল থেকে তেল, গ্যাস, চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে স্লোগান দেওয়া হয়।মধ্য বাজারে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মিছিল শেষ করা হয়।
এরপর সিপিবি জেলা কার্যালয়ে সমাবেশে জেলার সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়ালের সঞ্চালনায় সভাপত্বি করেন জেলা সভাপতি নুরুল হক ঢালী।
সমাবেশে উপমহাদেশের বাম রাজনীতি ও কমিউনিস্ট পার্টির ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা করেন মিয়া চান।
তিনি বলেন, ব্রিটিশ হটাও, তেভাগা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, গণ অভ্যুত্থান, স্বাধীনতা আন্দোলন, নব্বইর গণ আন্দোলনসহ সকল আন্দোলনে প্রথম সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছে কমিউনিস্ট পার্টি।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম রিপন, বর্তমান সভাপতি সাইফ রুদাদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ সাইম।