কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রিপন মারমা রাঙ্গামাটি:
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটি কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কাপ্তাই ব্যবস্থাপনায় প্রথমে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র্যালিটি কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।র্যালীতে কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, উপজেলা পিআইও রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার,
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন,
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস সহ সরকারি কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।