কালাইয়ে এমপি স্বপনের গ্রামে গ্রামে দোয়া মাহফিল ও গন সংযোগ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের কাশিপুর, থল ও ধুনট এবং পুনট ইউনিয়নের ইটাইল ও তিশাড়াপাড়া ও মাদাই মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া,
ইন্দাহার প্রতিটি গ্রামে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উন্নয়ন ও জন আকাঙ্খা বিষয়ক মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জনপদের প্রিয়মুখ মাননীয় হুইপ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এম.পি। অনুষ্টানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ মিনফুজুর রহমান মিলন,
সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান সহ উপজেলা অা’লীগের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মানুষের উপস্থিত ছিল চক্ষে পড়ার মত।