কুয়াকাটায় নানা বাড়িতে বেড়াতে এসে সমুদ্রে নিখোজ কিশোরের লাশ ১৩ ঘন্টা পর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:পটুয়াখালীর কুয়াকাটায় নানা বাড়িতে বেড়াতে এসে সমুদ্রে গোসলে নেমে নিখোজ কিশোর নাবিলের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোজের ১৩ ঘন্টা পর গতকাল শুক্রবার রাত বারোটার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকায় সমুদ্র থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বেলা এগারোটার দিকে সৈকতের একই স্থানে সে নিখোজ হয়। মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলো। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস বলেন, গতকাল সকালে নাবিল চাপলী গ্রামের তার নানা বাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে গোসলে নামে। এসময় নাবিল সাঁতার না জানায় সে স্রোতের টানে সাগরে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে রাতে স্থানীয়রা জেলেদের সহায়তায় নাবিলের লাশ উদ্ধার করে।