স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে গবাদিপশু সহ আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে রাজমিস্ত্রী আবদুর রাজ্জাকের ২ টি গর্ভবতী গাভী, একটি ছাগল ও গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্থ আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে তার গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এসময় আধাপাকা গোয়ালঘরের একপাশে রাখা শুকনা লাকড়িতে আগুন লেগে গেলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়।
পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গোয়ালঘরে রাখা ২ টি ফ্রিজিয়ান জাতের গর্ভবতী গাভী ও একটি ছাগল পুড়ে সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ওয়ার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সংবাদ পাওয়ার আধা ঘন্টার মধ্যে ২ টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন তারা।
আগুনে আধাপাকা গোয়ালঘরে রাখা শুকনো লাকড়ি ও ঘরের উপরের অংশ পুড়ে গবাদিপশু গায়ের উপর পরে ২ টি গাভী ও একটি ছাগল মারা গেছে বলে জানান তিনি।