কোটচাঁদপুর পৌর-সভার উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত.
নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া.
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোট সরকার কতৃক দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যায় পৌর পাঠাগার মিলনায়তনে পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র (২)৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া আরও বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক,শেখ সোহেল আরমান,উপজেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বিশ্বাস,পৌর আঃলীগ নেতা
আরব বিশ্বাস,পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল,সহ সভাপতি রবীন্দ্র নাথ, সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদিব কুমার,দোড়া ইউনিয়ন আঃলীগ নেতা সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা ফয়সাল আহমেদ প্রমুখ।
বক্তারা,২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেট হামলায় জড়িত সকলের জোর শাস্তির দাবি জানাই।আলোচনা শেষে ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর সুব্রত চক্রবর্তী,পৌর কাউন্সিলর রকিব উদ্দীন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,উপজেলা মহিলা আঃলীগের সাধারণ সম্পাদক রোজি শেখ,সাবেক ইউপি সদস্য তাফসিরুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আমিরুল শেখ,
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এনায়েত উল্লাহ সৈকত,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শুসান্ত চক্রবর্তী সহ উপজেলা,পৌর আঃলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।