নিজস্ব প্রতিবেদক,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহায়তায়,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থায় ব্যবস্থাপনায় আয়োজিত প্রমীলা ফুটবল টুর্নামেন্টে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির সমন্বয়ে গঠিত টিমরামগড় উপজেলা ক্রীড়া সংস্থা ৫-০ গোলে জয়ী।
অদ্য (২৯নভেম্বর)
বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা বনাম খাগড়াছড়ি পৌরসভার খেলা অনুষ্ঠিত হয়,খেলার শুরুতে ঝিনুকের গোলে এগিয়ে যায় রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা,পরে তানিয়া আক্তারের জোড়া গোলে ৪-০ এগিয়ে থেকে প্রথম
অধ্যায়ের খেলা শেষ হয়,দ্বিতীয় অধ্যায় শুরুতেই খাগড়াছড়ি পৌরসভা একাদশের ডি-বক্সের ভিতরে পৌরসভার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা,পরে শিফা দাশ ওই পেনাল্টি থেকে গোল করে তার দল রামগড় উপজেলা ক্রীড়া সংস্থা
কে ৫-০ গোলে এগিয়ে নিয়ে যায়,শেষ পযন্ত ওই ৫ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
উক্ত টুর্নামেন্টি নক আউট পদ্ধতিতে নয় উপজেলা ক্রীড়া সংস্থা ও খাগড়াছড়ি পৌরসভাসহ দশটি প্রমিলা ফুটবল দল অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা,রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
মোঃ নেজাম,গুনতি ফুটবল একাডেমি
প্রধান কোচ মোঃ সোলতান,নিলুফার কায়সার স্মৃতি মহিলাফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদ,সাবেক আবাহনী লিঃ কোচ ও নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমি প্রধান কোচ মোঃ আলী প্রমূখ।