সুমন পাল, নরসিংদীঃ
নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনা অনুযায়ী জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় গতরাত ২১ ফেব্রুয়ারী ভেলানগর বাজার মোড় হতে একজনকে আটক করে ডিবি পুলিশের এসআই কবির উদ্দিন, এএসআই সোহেল মিয়া ও কনষ্টেবল শিপন মিয়া। মামলা সূত্রে জানাযায়, গভীর রাতে ডিউটি করা কালে গোপন সংবাদের
ভিত্তিতে সংবাদ পেয়ে ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে ভেলানগর বাজার মোড় হতে ছয় কেজি গাঁজা সহ আলামিন(৩১) কে আটক করে। এসময় তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে তিন প্যাকেটে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০হাজার টাকা। আটককৃত আল-আমিন ওরফে আলামিন বেলাব থানার দুলালকান্দী
মরিচাকান্দা গ্রামের জান্টু মিয়া ওরফে জানু এর ছেলে। নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত আলামিনের বিরুদ্ধে কিশোরগঞ্জের কটিয়াদি ও বাজিতপুর থানায় মামলা রয়েছে।