গাইবান্ধায় ৭১৪ গ্রাম পুলিশ পেল নতুন পোশাক
আব্দুল মুনতাকিন জুয়েল;গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ৯৭ জন গ্রাম পুলিশকে নতুন পোশাক দেওয়া হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। এ নিয়ে জেলার সাতটি উপজেলায় মোট ৭১৪ জন গ্রাম পুলিশকে নতুন পোশাক দেওয়া হল। প্রতিজনকে দুই সেট করে শার্ট প্যান্ট, জুতা, ব্যাগ, রেইনকোট, সোয়েটারসহ মোট ১৪ প্রকার সামগ্রী দেওয়া হয়।
নতুন পোশাক পেয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সভাপতি হবিবর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর মানসম্মত এবং উন্নতমানের পোশাক পেলাম। ভালো লাগছে। জেলার সব গ্রাম পুলিশই খুশি। আগামী বছর যেন এই মানের পোশাক পাই।গিদারি ইউনিয়নের নারী গ্রাম পুলিশ নাজমা বেগম, নারী গ্রাম পুলিশদের পোশাকও উন্নতমানের। আমরা খুশি হয়েছি।