স্টাফ রিপোর্টার:
জেলা পুলিশের অপরাধ দমন ও প্রতিরোধের ধারাবাহিক অভিযানে এবারে গাইবান্ধা জেলা পুলিশের সাফল্য ডাকাতি ও চুরিতে লুন্ঠিত মালামাল সহ নগদ টাকা উদ্ধার, ডাকাতির ট্রাক ,নগদ অর্থ সহ গাইবান্ধা পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে প্রেস বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন। এসময় জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ প্রেস বিফ্রিংকালে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এ বিষয়ে সাংবাদিকদের জানান,পুলিশের অভিযানে গ্রেফতারকৃত নাসির উদ্দিন, হাফিজুর রহমান ও জাহেদুল ইসলাম সহ সংঘবদ্ধ একটি দল গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ,খুন সহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো । সম্প্রতি এই দলটি গাইবান্ধার শহরের ভি এইড রোড থেকে একটি ট্রাক ভর্তি সিগারেট সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে গাইবান্ধায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতারযায়। এব্যাপারে গাইবান্ধা থানায় মামলা দাযের করা হলে পুলিশ আধুনিক যন্ত্রের
ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলার আশকোনা গ্রাম থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করে । তার স্বীকারোক্তি অনুয়াযী পুলিশ গাজীপুর জেলার কাসিমপুর থেকে হাফিজুর ও চাদপুর জেলা থেকে জাহেদুল ইসলামকে গ্রেফতার করে । তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির মালামাল ,ট্রাক ও নগদ অর্থ উদ্ধার করে । গ্রেফতারকৃত ৩ জনের নামে দেশের বিভিন্ন থানায় হত্যা ,ডাকাতি,ছিনতাই সহ নানা ধরনের একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ।