শ্রী গৌর নিতাই আখড়া ধামে ৩২প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তণ
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধামের আয়েজনে বিশ্ব শান্তি ও জগতের মঙ্গল কামনায় ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ ও মহোৎসব শুভারম্ভ। ২৭জানুয়ারী থেকে ৩১জানুয়ারী পর্যন্ত শ্রীমদ্ভাগবত ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ অনুষ্ঠিত হয়। ৩১ জানুয়ারী শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে ব্রহ্মমূহূর্ত হতে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ চলবে ৪ফেব্রুয়ারী অহোরাত্র পর্যন্ত।
৫ফেব্রুয়ারী সোমবার ব্রাহ্মমূহূর্ত নাম যজ্ঞের পূর্ণাহুতি, নগর কীর্ত্তণ, দধি মঙ্গল, মহন্ত বিদায় ও দ্বিপ্রহরে ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। হরিনাম পরিবেশনায় রয়েছে, শ্রী কানু গোপাল সম্প্রদায় (পটুয়াখালী), শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী শ্রী বাসনা সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী গৌরহরি সম্প্রদায়
(ঝিনাইদহ), শ্রী পতিত পাবন সম্প্রদায় (যশোহর), শ্রী বাসুদেব সম্প্রদায় (ফরিদপুর), শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায় (মাদারীপুর), শ্রী প্রভূজী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী ভূষণ মোহিনী সম্প্রদায় (খুলনা)।