নিজস্ব প্রতিবেদক,
স্বপ্ন সবারই থাকে, কেউ সফল হয় আবার কেউ নয়। তেমনি জাতিকে নিয়ে তার স্বপ্ন ছিল ও আছে, নিজের জন্য সে কখনো ভাবেন নি। তার বাড়ি গাজীপুর জেলায়। সে ছুটে চলেছেন মানবতার কল্যাণে, এবং নিজেকে বিলিয়ে দিয়েছেন মানবতার জন্য।
হয়তো কারো প্রশ্ন আছে, কে এই যুবক? তিনি একজন লেখকও বটে, সমাজের প্রিয় মুখ। মুসলিম পরিবারের, মোঃ মোয়াজ্জেম দেওয়ানের ছেলে রাকিব। ছোট থেকেই সে সত্যের পক্ষে ছিলএবং আছে। কথা কম বলা ছেলিটি আজ বাংলার আপন-জন।
কেউ তাকে চিনে সাংবাদিক হিসাবে আবার কেউ তাকে চিনে মানবাধিকার কর্মী হিসাবে, সে মানব দরদী। তিনি ২০২০ সালে , সাংবাদিক হিসেবে গড়ে উঠেছেন। ঢাকায় প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মাধ্যমে তার সাংবাদিক জীবন শুরু। তিনি নিত্য দিন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।
পরবর্তীতে সাপ্তাহিক চলনবিলের আলো, দৈনিক অনলাইন তালাশ, চ্যালেঞ্জ সিক্স বাংলা টেলিভিশন এবং বিডি পার্টনার টিভিতে কাজ করার সুযোগ পান । এই ধরনের মানুষেরা আছে বলেই, আজ দূর্নীতির বিপক্ষে কথা বলা যায়। তার জীবন সম্পর্কে আরো ব্যাখা ছিল তবে সেগুলো লেখতে গেলে খাতার পেজ একটাও থাকবেনা না ,বরং আরো লাগবে ।
সে ছোট থেকেই প্রতিবাদী ও ন্যায়পরায়ণ। একটু কম কথা বলা ছেলেটি আজ নিজ গ্রাম, উপজেলা পেরিয়ে দেশ বিদেশে সকলের প্রিয় এক যুবক , বর্তমানে সব শ্রেণী পেশার মানুষের প্রিয় মূখ যুব সমাজের কাছে ভালোবাসা আর অনুপ্রেরণার এক নাম , মোঃ রাকিব দেওয়ান