চরভদ্রাসনে দুর্যোগ মোকাবেলায় ভলেন্টিয়ার সেবা ও করণীয় বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন
এম এম সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুর।
ফরিদপুরের দুর্যোগ মোকাবেলায় দ্রুত ভলেন্টিয়ারী সেবা প্রদানের উদ্দেশ্য ভলেন্টিয়ার তৈরি ও তাদের করণীয় বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী ১২০ জন প্রশিক্ষণর্থীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ও উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকা এর সহায়তায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
জনাবা তানজিলা কবির ত্রপা এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা পরিচালক উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর সামাদ এবং উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ মুর্তজা ফকির