চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জসিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছার অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে এক জাঁকজমক স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয়ে (সিটি প্লাজা মার্কেট ২য় তলা, চৌগাছা) অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ,
উপদেষ্টা,মোঃ আবু জাফর, বিশ্বাস ,
জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শাহীন কবির, কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আলী রেজা রাজু, পাতিবিলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়সির আরাফাত আলিফ,
মোঃ আছির উদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন,
মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাকিব হাসান,
মোঃ সোহেল রানা, মোঃ শাহরিয়ার নাফিজ,
মোঃ আনোয়ার হোসেন, মোঃ আহাম্মেদ সুমন,
মোঃ তুষার হোসেন, মোঃ এনামুল হোসেন,
মোঃ রাকিব হাসান, মোঃ নয়ন রহমান,
মোঃ মোনায়েম হোসেন, দীপ্ত বিশ্বাস, মোঃ রিয়াদ হোসেন, মোঃ রিফাত হোসেন, মোঃ মিরাজ হোসেন, মোঃ রিফাত হোসেন, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ সাব্বির হোসেন, মোঃ রাতুল হোসেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-
মোঃ রিজভী আহম্মেদ সাধারণ সম্পাদক হাকিমপুর জনকল্যাণ সংগঠন, আব্দুর রহিম ,ল্যাব ইনচার্জ কপোতাক্ষী ক্লিনিক, মোস্তফা কামাল দীঘড়ি ব্লাড ব্যাংক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
২০২১ সালে ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানব কল্যাণে কাজ করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরী রক্তদান, পঙ্গু, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, হতদরিদ্রদের সেলাই মেশিন প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ, এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ, অর্থ, কম্বল ও খাবারের ব্যবস্থা করা, করোনার সময়ে মাস্ক বিতরণ সহ এমন বিভিন্ন মানব সেবামূলক কর্মকান্ড নিয়ে এগিয়ে চলেছে সংগঠনটি।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুদূর সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেন এর দিক-নির্দেশনায়, এগিয়ে চলেছে সংগঠনটি।
চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।