মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৯ ডিসেম্বর (শুক্রবার) দূর্নীতি বিরোধী ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক দিবস উৎযাপন উপলক্ষে পৃথকভাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, নির্বাহী অফিসার তানভীর হোসেন, ভাইরাস চেয়ারম্যান রাশেদা আখতার, ডাঃ ফেরদৌসী আক্তার, রুপম সেনগুপ্ত, রাহিমা পারভীন, এ আর বাচ্চু খাঁ, মনির হোসনে প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী,ও সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার সাহিদুল হক দেওয়ান, সার্বিক আয়োজনে ছিলেন মিঠু খাঁ। বক্তারা বলেন দূর্নীতি ও নারী নির্যাতন সমাজের একটি ব্যাধি, এটি নির্মূল করতে হলে সমাজের সর্বস্তরের জনগণকে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, সকলকেই এক সাথে কাজ করতে হবে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেগম রোকেয়ার আদর্শে আদর্শিত হয়ে নারীরা আজ রাষ্ট্রের উন্নয়নে অংশীদারত্বের ভিত্তিতে মডারেটর। অনুষ্ঠানের শেষে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫ জন নারীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।