চৌদ্দগ্রামে প্রাণিসম্পদ অফিসের বিশাল আকৃতির গাছ হেলে পড়েছে খাদ্য গুদামের উপর
মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাণী সম্পদ অফিসের পুরোনো বিশাল আকৃতির একটি গাছ গোড়া থেকে উপড়ে পড়েছে পার্শ্ববর্তী সরকারী খাদ্য গুদামের ছাদের পশ্চিম -দক্ষিণ অংশে ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সিরাজী জানান, সামনে কাল বৈশাখীর ঝড় শুরু হলে পড়ে থাকা গাছটির কারনে যে কোন সময় খাদ্য গুদামের ছাদের বিশাল অংশ জুড়ে ফাটল দেখা দিতে পারে।
এক হাজার মেট্রিক টন ধারন ক্ষমতার খাদ্য গুদামটি পশু সম্পদ অফিসের কর্মকর্তাদের অবহেলার কারণে ঝুঁকিপুর্ণ অবস্হায় রয়েছে। গাছটি সরিয়ে নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বত্বন কর্মকর্তাদেরকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
দীর্ঘদিনের পুরোনো গাছ কাটতে নানা জটিলতার কারনে প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা এ পথে হাঁটছেনা।দীর্ঘদিন থেকে হেলে পড়া বিশাল আকৃতির গাছ নিয়ে ঝুঁকিতে রয়েছে উপজেলা সরকারি খাদ্য গুদাম কর্তৃপক্ষ। অন্যদিকে প্রাণী সম্পদ অফিস কর্তৃপক্ষ গাছ কাটার জন্য তাদের কার্যক্রম চিটি চালাচালির মধ্যে সীমাবদ্ধ রেখেছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,ফেরদৌস আক্তার দীপ্তি বলেন, বিপদজনক গাছটি কাটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশল বিভাগসহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট অনুমতির জন্য চিটি লেখা হয়েছে।অনুমতি পেলে ব্যবস্হা নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ইত্তেফাক কে জানান, এ বিষয়ে প্রাণীসম্পদ ও খাদ্য গুদামের অফিসের চিটি পেয়েছি। গাছটি সরিয়ে নেওয়ার ব্যবস্হা করাহবে।