চৌদ্দগ্রামে যুবদলের বর্ধিত সভায় বিএনপি নেতৃবৃন্দ; শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি
মোঃ খোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
শেখ হাসিনার সরকার রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে খুন-গুম চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মানুষের কষ্ট লাগবে কেয়ার টেকার সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এক কথায়-শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসায় যুবদলের বর্ধিত সভায় জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ হাবিব, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ যোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, শহিদুল ইসলাম, আবুল হাসেম, মোস্তাফিজুর রহমান রিপন, নুর মোহাম্মদ, জাকির হোসেন, আজিম খাঁন, রফিকুল ইসলাম শামীম, দেলোয়ার হোসেন মজুমদার মাসুম।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর বক্কর ছিদ্দিক ও কামরুল ইসলাম ভুঁইয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম, বাতিসা ইউনিয়ন যুবদল নেতা মাঈন উদ্দিন মজুমদার, প্রবাসী ফোরাম নেতা আমান মফিজ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইলিয়াছ শিপন, আমান উল্লাহ মুন্না, সাকিব ফরায়েজী, জাহিদ হাসান মাসুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আলী আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদুর রহমান, পৌর বিএনপি নেতা দুলাল পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা কৃষদলের আহবায়ক মোঃ শাহ আলম, সদস্য সচিব আবদুর রহিম ভুঁইয়া জসিম, যুগ্ম আহবায়ক বাবলু মিয়া, উপজেলা ছাত্রদলের প্রভাবশালী নেতা বেলাল হোসেন মাছুম, ফখরুল হাসান, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবদুর রশিদ, যুবদলের কাশিনগর দক্ষিণের সদস্য সচিব মাসুদ আলম, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল, মোঃ মামুন, মোতাহের হোসেন জসিম, উপজেলা সদস্য ওয়াসিম রানা সুজন, কালিকাপুর ইউনিয়ন আহবায়ক আফজাল শরীফ, সদস্য সচিব ফরহাদ হাজারী, শ্রীপুর ইউনিয়ন আহবায়ক মামুন মজুমদার, সদস্য সচিব সুমন খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব, ঘোলপাশা ইউনিয়ন আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোঃ শাহীন, মুন্সিরহাট ইউনিয়ন আহবায়ক আবদুল হালিম, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক কাজী মহিউদ্দিন নয়ন, সদস্য সচিব মাছুম বিল্লাহ, জগন্নাথদীঘি ইউনিয়ন আহবায়ক আবদুর রহিম, উপজেলা যুবদল সদস্য নাজমুল হাসান, গুণবতী ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল, কাজল, সরওয়ার হোসেন, আরিফ জিয়া, আলকরা ইউনিয়নের আবদুল খায়ের স্বপন, রবিন পাটোয়ারী, শরীফ ভুঁইয়া, পৌর মৎসজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজন, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওসমান গণি, ছাত্রদল নেতা শাহরিয়ার জাকির বাঁধন, পৌর যুবদল নেতা আবদুর রহিম, আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।