মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় শ্রীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী যশপুর গ্রামের ঐতিহ্য, বড় খতমের দোয়া অনুষ্ঠান। গত ২৬ বছর যাবত ধরাবাহিক ভাবে অনুষ্ঠিত এই দোয়া ও মাহফিল অত্র অঞ্চলের মানুষের হৃদয়ের স্পন্দন। এরই
ধারা বাহিকতায় আগামী (৪ মার্চ )শনিবার যশপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া (প্রস্তাবিত) আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বড় খতমের (লা ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নী কুন্তুু মিনাজ্ যোয়ালেমীন) দোয়া ও মাহফিল। এই দোয়া
অনুষ্ঠান যাতে সুশৃঙ্খল ভাবে আয়োজন ও সম্পন্ন করা যায় তার জন্য এলাকার ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সামাজিক সকল ব্যক্তিদের উপস্থিতিতে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরামর্শ গ্রহন করা হয়।
মূল আলোচনায় ছিলেন আল-আমিন হজ্ব কাফেলার কর্ণধার আলহাজ হাফেজ আব্দুর রশিদ, সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী রেস্তোরার মালিক হাজী বাবুল। সঞ্চালনায় ছিলেন জয়নাল আবেদীন মোল্লা।
অন্যান্যের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন কামাল সর্দার, জাফর সর্দার, আব্দুর রহিম, দৈনিক ভোরের চেতনা পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন ফারুক ভূঁইয়া, দৈনিক গনমুক্তির কুমিল্লা জেলা প্রতিনিধি
সাংবাদিক মোঃ খোরশেদ আলম,কুমিল্লার সময় চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃমনুরুজাম্মান (মনির)কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক সাংবাদিক কনক, সাংবাদিক হাজী শাহীন
আলোচনা রবিবার এশা’র নামাজ শেষে শুরু হয়ে রাত ৯ঘটিকায় শেষ হয়।