সাম্প্রতিক বন্যায় ভাঙ্গন ও করণীয় বিষয়ে ফেনীতে গণশুনানী অনুষ্ঠিত:
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার।
– পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
স্টাফ রিপোর্টার :
ফেনী, ২২ সেপ্টেম্বর:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। বন্যার ক্ষতি কমাতে সরকারের পদক্ষেপ সফল করতে জনগণের মতামত ও সহযোগিতা জরুরি।
২২ সেপ্টেম্বর বিকেলে, ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, মুছাপুর রেগুলেটরের অনিয়ম খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সমীক্ষা করে এর পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হবে। বাঁধের কাছ থেকে মাটি তুলতে না পারে তার ব্যবস্থাও করা হবে। সোনাগাজী ও কোম্পানিগঞ্জের ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, নদী দখলমুক্ত করা হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সাহেবের ঘাট ব্রিজ মেরামত ও বাকা নদী সোজা করার উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়েছে।
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সামরিক বাহিনী, বিজিবির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বন্যার ক্ষতি ও পুনর্বাসন এবং স্থানীয় জনগণের সমস্যার সমাধানে আলোচনা করা হয়।