জয়পুরহাটে সাংবাদিক আবুল হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
জয়পুরহাট প্রতিনিধিঃ
মরহুম সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যারাতে জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি’র সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক আবুল হোসেনের বড় মেয়ে কবি আর্শিনা ফেরদৌসী রানী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ, সাবেক সভাপতি নন্দ কিশোর আগরওয়ালা, মোস্তাকিম ফাররোখ, সাবেক সাধারন সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জনকন্ঠের জেলা প্রতিনিধি তপন কুমার খাঁ, এনটিভির জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, বর্নিক বার্তার জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, গণকন্ঠের জেলা প্রতিনিধি মাহমুদুল ইসলাম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, কবি এনামুল হক টপি, আজিজুল হক বিশ্বাস প্রমুখ।








