জামালপুরে খ্রিস্টান পরিবারের জমি দখল, থানায় অভিযোগ
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের ইটাইলের মির্জাপুরে এক খ্রিস্টান পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জমিতে গেলে ওই পরিবারকে হত্যার হুমকিও দেয়া হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পিটার বিগেল বাদী হয়ে স্থানীয় আওয়ামী নেতা হয়রত আলী ও সাবেক ইউপি সদস্য মোকসেদ আলীসহ ১৬ জনের নামে জামালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো পিটার বিগেলের পরিবারের। পিটার বিগেলের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভূমি বি আর এস রেকর্ড ভুল বশত সরকারের খাস খতিয়ানে লিপিবদ্ধ হওয়ায় উক্ত বিষয়ে আদালতে মামলা দায়ের করলে রায় পায় পিটার বিগেলের পরিবার।
তবে অভিযুক্তরা অন্যায় ভাবে তাদের জমি বেদখল করার চেষ্টা করলে উক্ত বিষয়ে লিগ্যালএড একটি আবেদন করেন। ঘটনার দিন ১২ আগস্ট পিটার বিগেল এবং তার ভাই আদালতে থাকায় সকাল ১১টার দিকে অভিযুক্তরা স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে তাদের জমি দখল করে নেয়।
খবর পেয়ে পিটার বিগেল ও তার ভাই জমিতে গেলে তাদেরকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই পরিবার।