জামালপুরে জোরপূর্বক জমি বেদখল ও বাড়িঘর ভাংচুর
মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর পৌর শহরের রামনগর এলাকার সাবেক কাউন্সিলর মোঃ গোলাম ফরিদ আজাদের পৈতৃক সূত্রে পাওয়া ফসলি জমি বেদখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মোস্তাফিজুর রহমান লেবু, মোখলেছুর রহমান ছানু, হারুন কাজী, শিশিরদের বিরুদ্ধে।
গোলাম ফরিদ আজাদ অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট সকালে মোস্তাফিজুর রহমান লেবু, মোখলেছুর রহমান ছানু, হারুন কাজী ও শিশির সহ ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার দুটি বাড়িঘরে হামলা-ভাংচুর ও তার ছোট ভাইয়ের স্ত্রীর হাতে থাকা ২ ভরি ওজনের স্বর্ণের ২টি বালা, ভাতিজীর গলায় থাকা ১০ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে তার পৈত্রিক সূত্রে পাওয়া বন্দতীর্থ মৌজার মধ্যে ৩৪ শতাংশ ফসলি জমি জোরপূর্বক বেদখল করে তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমান লেবুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।