জামালপুরে ভোট দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বললেন নৌকার প্রার্থী
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দিতে বলেছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি বুধবার সকালে জামালপুর পৌরসভার তেতুলিয়ায় গণসংযোগ শেষে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ত্রিপল নাইনে খবর দিলে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যাবে। নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম বলেন, তিনি ও নৌকার প্রার্থী বলেছেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের কর্মীরা কারোর পক্ষ নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নাশকতার চেষ্টা করলে পুলিশকে খবর দিতে বলেছেন।
জামালপুর-৫ (সদর) আসনে নৌকা প্রতীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, লাঙল প্রতীকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এবং এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনুসহ ৭ জন।