জামালপুরে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সমাবেশ
মো: শামীম হোসেন, স্টাফ রিপোর্টার।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জামালপুর প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ দলীয় শেখ হাসিনার সরকারের পতনের পরও মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী সাইদুল ইসলাম শিপন। তিনি তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে গত ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক ভাবে একটি মামলা দায়ের করেন। সাইদুল ইসলাম শিপন উপজেলার কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট, তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগু’র ছেলে। শিপন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাম রাজত্ব কায়েম করেন। শিপনের ভয়ে এলাকার লোকজন তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার সকল অপকর্ম ঢাকতে এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে এ মিথ্যা একটি মামলা দায়ের করেন।
অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন মুক্তা, সদস্য দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলার চিঠি ডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, জামালপুর ভয়েস এর সম্পাদক জাকিউল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি এস এম আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের জুলফিকার আলী, একুশে টিভির মুক্তা আহম্মেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুকান্ত সাহা, মডেল প্র্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন, ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হিসেবে ১১ জানুয়ারি শনিবার মানববন্ধন কর্মসূচির ঘোষনা দেন সাংবদিক নেতারা।